প্রকাশন তারিখ: ০৮/০২/২০১৮

“‌ডি‌জিটাল বাংলাদেশ: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার” বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়-এর একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর যৌথ আয়োজনে “‌ডি‌জিটাল বাংলাদেশ: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার” বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত ৬৪ জন জেলা শিক্ষা অফিসারের অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার গুণগত মানোন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মনিটরিং, প্রশিক্ষণ ও মেন্টরিং নিশ্চিতকরণের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম ভার্সন ২ এর ব্যবহারে শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। এই কর্মশালার মাধ্যমে জেলা শিক্ষা অফিসারগণ তাদের নিজ জেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে সহায়ক পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে